আলিপুরদুয়ার , ১৯ অক্টোবর : বৃষ্টির কারণে কালচিনি ব্লকের হ্যামিল্টণগঞ্জ এলাকায় লক্ষ্মী পুজোর বাজার জমল না । বৃষ্টির জন্য বহু ব্যবসায়ী এদিন দোকান খোলেনি বাজারে । ফলে খালি বাজারের একাংশ । মূলত হ্যামিল্টনগঞ্জের আশপাশের এলাকা থেকে ব্যবসায়ীরা এখানে দোকান দিতে আসেন । তবে লক্ষ্মী পুজোর দিন তাদের লক্ষ্মী লাভে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি । এর কারনে তারা আজ দোকান দিতে পারেননি বাজারে । সবজির দাম অন্যদিনের তুলনায় আজ ছিল বেশি । তবে শাকের দাম আবার অন্যান্য দিনের তুলনায় কম ।
আলিপুরদুয়ার জেলা জুড়ে প্রতিটি জায়গায় এক চিত্র বিদ্যমান ।