- আউটডোর বন্ধ থাকায় বাইরে ত্রিপলের টেন্টের নিচে রোগী দেখছেন চিকিৎসকেরা
- মানবিকতার কথা বিবেচনা করে বাইরে রোগী দেখার ব্যাবস্থা করা হয়েছে
খবর সময়,আলিপুরদুয়ার: নজির তৈরী করলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসিকরা।আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আউটডোর বন্ধ এরপরও মানবিকতার দিক বিবেচনা করে আউটডোরের বাইরে ত্রিপলের টেন্টের নিচে রোগী দেখছেন চিকিৎসকেরা।স্বভাবতই খুশি রোগী ও তাদের পরিবার।আই এম এ র আলিপুরদুয়ারের জেলা সম্পাদক ডা,যুধিষ্ঠির দাস বলেন,”দিল্লি থেকে আই এম এর নির্দেশ রয়েছে আজ আউটডোর বন্ধ থাকবে।রোগী দেখা যাবেনা।কিন্তু আমরা মানবিকতার কথা বিবেচনা করে বাইরে রোগী দেখার ব্যাবস্থা করেছি।সেখানে রোগী দেখতে বসেছেন চিকিৎসকরা।আমরা খুশি মানুষ আমাদের পাশে আছেন।”এদিকে চিকিৎসা করাতে এসে ডাক্তারদের এ ধরনের বাইরে রোগী দেখার কাজ কে সাধুবাদ জানিয়েছেন রোগীরা।