জলপাইগুড়ি : জলপাইগুড়ি ক্লাব রোডের সঞ্চার নিগমের জেলা অফিসে আধার পঞ্জিকরন কেন্দ্রের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের টেলিকম এর জেনারেল ম্যানেজার অরুময় ডাকুয়া।উপস্থিত আধিকারিকরা জানান, আধার কার্ড নিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।এই সমস্যা সমাধানের জন্য আধার পঞ্জিকরণ কেন্দ্রের উদ্বোধন করা হল।আরও বলা হয় যে, জলপাইগুড়িতে ৪জি পরিষেবার কাজ শুরু হতে চলছে।আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বাসিন্দারা এই পরিষেবা পাবেন।এই আধার কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে।এই দিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার টেলিকম নিতীশ বর্মন সহ অন্যান্য আধিকারিকেরা।