উত্তর দিনাজপুর, ১১ জানুয়ারী: গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল একজন ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে করণদিঘী থানার করনদীঘি ২নং গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘীর খেতরাবাড়িতে।
জানা গেছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সুরেন শর্মা, আনুমানিক বয়স ৬১ বছর। মৃতের ছেলে গোপাল শর্মার বলেন, “বাবা প্রতিদিনের মতো এদিনও ভ্যান নিয়ে টুঙ্গিদিঘিতে কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। খেতরাবাড়ি ৩৪ নং জাতীয় সড়কে একটি গাড়ি চাপা দেয়। ঘটনায় দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘাতক গাড়ির চালক পলাতক।
পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার জেরে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটির খোঁজ শুরু হয়েছে।