রাজগঞ্জ : রাজগঞ্জের চৌধুরী ভীটা গ্রামে আগুনে পুড়ল পাঁচটি বাড়ি।ঘটনাটির খবর পাওয়া মাত্র শিলিগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। জানা গিয়েছে, সোমবার সকালে ওই গ্রামের হরিমোহন রায়ের বাড়িতে প্রথমে একটি ঘরে আগুন লাগে। তার পর আগুন দ্রুত গতিতে আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে।দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।