কোচবিহার, ১২নভেম্বর: বেআইনিভাবে সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে গরু পাচার করার সময় বিএসএফ-এর গুলিতে মৃত ৩ পাচারকারী। কোচবিহারের সিতাই থানার পশ্চিম চামটার ধুমদাহ পারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও ১ জন ভারতীয় রয়েছে বলে সূত্রে খবর। ওপরদিকে পাচারকারীদের হামলায় এক জওয়ান আহত হয়েছেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে গরু পাচার করছিলেন ওই ৩ ব্যক্তি। প্রথমে বিএসএফ-এর কর্তব্যরত জাওয়ানেরা তাদের হুশিয়ার করলেও তারা তাতে কোনরকম কোন কর্ণপাত করেনি, উল্টে ওই পাচারকারীরা বিএসএফ-এর ওপর আক্রমণ করে। জানা যায়, মৃত ভারতীয়ের নাম প্রকাশ বর্মন। বিএসএফ-এর গুলি তার মাথায় লাগে ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাংলাদেশী পাচারকারীদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ।