শিলিগুড়ি, ২২ জানুয়ারী: পাচারের আগেই তক্ষক সহ তিনজনকে তিনজনকে গ্রেপ্তার করল বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।
বন বিভাগ সূত্রে খবর, তক্ষকটিকে মেঘালয় থেকে আসাম হয়ে উত্তরবঙ্গের ডুয়ার্সের পথ ধরে শিলিগুড়ি হয়ে পানিট্যাঙ্কি বর্ডার পার করে নেপালে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়িতে পৌঁছানোর আগেই ওদলাবাড়ি এলাকায় অভিযান চালায় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। অভিযানে নেমে একটি নতুন চারচাকা গাড়ি আটক করে বনকর্মীরা। গাড়িটি আটক করে নাকা তল্লাশি শুরু করা মাত্রই গাড়ির ভিতরের বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় এই বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক। প্রাণীটির বাজার মূল্য প্রায় ২৫লক্ষ টাকা। তক্ষকসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম থুতান জাম্বা। সে অরুণাচলের বাসিন্দা। বাকি দুজনের নাম নাড়ু রাম ও নার বাহাদুর লামা। তারা আসামের বাসিন্দা। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এই চোরাকারবারীর সাথে আরও কারা জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্তে নেমেছে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।