শিলিগুড়ি, ১১ জানুয়ারী: ভারত-বাংলাদেশ সীমান্তের ধোনিয়ামোড় থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক।
জানা গেছে, ধৃতের নাম মাসুদ(১৮)। সে বাংলাদেশের হরিপুর থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরবেলা ভারত-বাংলাদেশ সীমান্তের ধনিয়ামোড় টহলদারি চালাচ্ছিল ফাঁসিদেওয়া থানার পুলিশ ও বিএসএফ জাওয়ানরা। এরপর ওই যুবককে দেখে সহেন্দ হয় পুলিশের। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃত স্বীকার করেছে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ওই যুবক ভারতে প্রবেশ করেছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয়।