শিলিগুড়ি, ২৬ নভেম্বর: জলেশ্বরী বাজার এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালককে গ্রেপ্তার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি জলেশ্বরী বাজারের কাছে বোল্ডার বোঝায় ট্রাক উল্টে গিয়ে চাপা পরে বেশ কয়েকজন। ঘটনায় প্রাণ হারান ৪ জন ও বাকিরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর পুলিশ তদন্তে নেমে ১ জনকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ধৃত ট্রাক চালকের নাম ফোনি রায়। তার বাড়ি নগড়জোত নিমাইয়ে। তবে এখনও পলাতক সহকারি চালক ভবানী রায়। বোল্ডার বোঝাই ট্রাকটি বেঙ্গল সাফারি এলাকা থেকে থেকে ফুলবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে সূত্রে খবর। দ্বিতীয় ব্যক্তির তদন্ত চালাচ্ছে পুলিশ।