আলিপুরদুয়ার, ২৫ মার্চ ।সমস্যায় ভিন রাজ্য থেকে জয়ঁগা বা ভুটানে আসা ট্রাক চালকরা। লক ডাউনের ফলে ট্রাক চলাচল সব বন্ধ আর ভুটান সীমান্ত জয়ঁগা ও দলসিংপাড়া এলাকায় ট্রাক পার্কিং এ বর্তমানে হাজার হাজার ট্রাক দাড়িয়ে রয়েছে কেউ বা চার দিন থেকে কেউ বা সাতদিন থেকে আটকে আছে । কেউ বা অন্ধপ্রদেশের কেউ বা রাজস্থান কেউ বা পখঞ্জাবের কেউ বা কোলকাতার । ট্রাক চালকরা জানান কোনো স্বাস্থ্য পরীক্ষা হয়নি তাদের এমনকি এতদিন ধরে এখানে বসে থাকার ফলে হাতে যা অর্থ ছিল সব প্রায় শেষের দিকে এখন কি খাবে কি করে চলবে কিছু বুঝতে পারছেনা তারা ।