মসজিদের টাকা নিয়ে গোলমালের জেরে বোমাবাজিতে আহত হয়েছেন এক বৃদ্ধ৷তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে টহল দিচ্ছে কালিয়াচক থানার পুলিশ৷
আহত বৃদ্ধের নাম রবিউল শেখ ওরফে ভোলু শেখ (60)৷বাড়ি কালিয়াচক থানার বালুয়াচরা গ্রামে। জানা গিয়েছে, বছর তিনেক আগে গ্রামের মসজিদের দায়িত্বে ছিলেন রবিউল শেখ৷পরবর্তীতে তাঁকে সরিয়ে সেই জায়গা দখল করে অন্য গোষ্ঠীর লোকজন৷অভিযোগ, দায়িত্বে আসার পর থেকেই মসজিদের টাকা তারা ব্যক্তিগত ব্যবসার কাজে লাগায়৷এই ঘটনার প্রতিবাদ করেন রবিউল শেখ৷এনিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের ঝামেলা চলছিল৷অভিযোগ, কাল রাতে সেই ঝামেলার জেরে রবিউল সাহেবকে লক্ষ্য করে বোমা চালায় তাঁর বিরোধী গোষ্ঠী৷বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রবিউল সাহেব৷ খবর পেয়ে সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ৷পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠান।