শিলিগুড়ি , ২৫মে : শিলিগুড়ির আরো এক ব্যক্তির দেহে করোনা সংক্রমণ। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন। শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলী সদস্য সূত্রে জানা যায় আক্রান্ত এই ব্যাক্তি শারীরিক চিকিৎসার জন্য কলকাতায় যান। সেখানে গিয়ে কলকাতার কমান্ডো হাসপাতালে ভর্তি হয় । সেখানে ওই ব্যাক্তির সোয়াব টেস্ট করা হলে তার প্রথম টেস্ট রিপোর্ট নেগিটিভ আসে। তার পর সেই ব্যাক্তির অস্ত্রোপচার করার আগে আরো একবার সোয়াব টেস্ট করা হলে সেই টেস্টে কোরোনা পজিটিভ আসে। এই ব্যাক্তি বর্তমানে কলকাতায় রয়েছেন। যেহেতু এই ব্যাক্তি আক্রান্ত হয়েছেন তাই এই ব্যক্তির শিলিগুড়িতে থাকা পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হবে সোয়াব টেস্ট করতে।