উওর দিনাজপুর, ৩১ অক্টোবর: ইসলামপুর মহাকুমা প্রেস ক্লাবের উদ্যোগে ইসলামপুর মহাকুমা প্রেস ক্লাব ভবনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল আজ। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে বিজয়ী তিনটি পূজা কমিটির সদস্য এবং ইসলামপুর মহাকুমা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি করা হয়। এবছর ইসলামপুরের শ্রেষ্ঠ তিনটি পূজা কমিটির মধ্যে দেশবন্ধুপাড়া আদর্শ সংঘের দূর্গাপুজোকে সেরা পুজো হিসেবে সম্মানিত করা হয়। ইসলামপুর তরুণ সংঘ দুর্গাপূজা কমিটিকে দ্বিতীয় এবং ক্ষুদিরামপল্লী আমরা সবাই দুর্গাপূজা কমিটিকে তৃতীয় স্থান হিসেবে মনোনীত করে ইসলামপুর মহাকুমা প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারক সন্মান দিয়ে সম্মানিত করা হয়। ইসলামপুর মহাকুমা প্রেসক্লাবের থেকে সম্মান পেয়ে ভীষন আপ্লুত ৩টি দূর্গাপূজা কমিটির সদস্যরা। রবিবার দুপুরের অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি রঞ্জিত যাদব, ক্লাবের প্রবীন সদস্য সালভা সিং, সুবল গোপ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক বাপি মন্ডল, শীষ মোর্তাজ, গৌতম শিকদার সহ আদর্শ সংঘ, ইসলামপুর তরুণ সংঘ এবং ক্ষুদিরাম পল্লীর আমরা সবাই দূর্গাপূজা কমিটির সদস্যরা।