নিউজ ডেস্ক: মঙ্গলসূত্রের ছবি ছাড়তেই নেটজগতে নেতিবাচক কথার শিকার হলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বলিউডের বিখ্যাত সেলিব্রিটিদের পোশাক থেকে শুরু করে গয়নার ডিজাইন করার জন্য বরাবরই বিখ্যাত রয়েছেন তিনি। এর আগে দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মার বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন জনপ্রিয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জীই। শোনা যাচ্ছে চলতি বছরেই ক্যাটরিনা ক্যাইফও সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশলের সাথে। গত কয়েকদিন ধরে মঙ্গলসূত্রের নতুন নতুন ডিজাইনের সম্ভার নিয়ে ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল পেজে নজরকাড়া পোস্ট ছাড়ছেন এই ডিজাইনার। কিন্তু গতকাল নতুন ভাবনায় খোলামেলা পোশাকের উপর মঙ্গলসূত্রের ছবি তুলে ধরতেই সমালোচনা শুরু হয়ে যায় কমেন্ট বক্সে। তাদের মধ্যে অনেকেই মন্তব্য করে জানান, এটা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নাকি অন্তর্বাসের বোঝা দায়। আবার কয়েকজন এই ছবি দেখার পর সব্যসাচীর জিনিস বর্জনের আহ্বান জানান। যদিও কিছু মানুষ শ্যামবর্ণের অতিরিক্ত চর্বি বিশিষ্ট মেয়েকে এইভাবে মডেল হিসাবে তুলে ধরার জন্য সাধুবাদও জানান। তবে এই বিষয়ে মুখ খোলেননি বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।