ইসলামপুর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধে পড়ুয়াদের শিক্ষায়,ক্রীড়ায় এগিয়ে নিয়ে যেতে পাশাপাশি পড়ুয়াদের প্রতিভার স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ নেওয়া হল আজ।শুক্রবার ইসলামপুর হাই স্কুল ময়দানে আয়োজিত হল ২৮ তম প্রাথমিক জেলা ক্রীড়া প্রতিযোগিতায়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী।
জানা গিয়েছে, জেলা পর্যায়ের খেলায় মোট ২৮টি ইভেন্টে ১৬৮ জন পড়ুয়া অংশ গ্রহন করেছে।এছাড়াও ২৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এই জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী পড়ুয়ারা রাজ্য ক্রীড়া প্ৰতিযোগিতায় অংশ নেবে।
অনুষ্ঠানে এসে জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক চন্দ্র ভক্ত জানান,পড়ুয়ারা যদি শিক্ষকদের সম্মান জানায় তবে সেই সম্মান আবার তাদের কাছেই ফিরে আসে।ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানান,দীর্ঘদিন বাদে ইসলামপুরে এই জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে।যা এলাকার ক্রীড়া ক্ষেত্রকে সমৃদ্ধ করবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গেমস এন্ড স্পোর্টস সম্পাদক প্রবীর কুন্ডু,সমাজ কর্মী জাকির হোসেন,সমাজকর্মী তথা শিক্ষক নেতা গৌরাঙ্গ চৌহান,বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী,বেল্লাল হোসেন,শুভঙ্কর মুখার্জী, জেলা ক্রীড়া কমিটির সম্পাদক জয়ন্ত শর্মা, অলোক ব্যানার্জী,সামসের আলি, আব্দুল গফুর,চোপড়া ও ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আজহারউদ্দিন,শ্যামল সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।