আলিপুরদুয়ার, ১ জানুয়ারি: কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেয়েদের জন্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় । শনিবার সকালে দলসিংপাড়া পাশাখা মোড় এলাকা থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এটি শেষ হয় জয়ঁগা ভুটান গেটে। ম্যারাথন দৌড়ে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
তৃণমূল কংগ্রেসের জয়ঁগা ও দলসিংপাড়া এলাকার পর্যবেক্ষক শম্ভু জয়সোয়াল জানান যে, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হন গঙ্গা রাই, দ্বিতীয় হন শাজিনা খাতুন, তৃতীয় হন সোনম দর্জী। প্রতিযোগিতায় অংশগ্রহন করে খুশি প্রতিযোগীরা।