কালিয়াগঞ্জ : রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে ও খেলাধূলার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন করা হয় পুলিশ প্রশাসনের উদ্যোগে।সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে কালিয়াগঞ্জ থানার উদ্যোগে থানা মাঠে দুই দিন ব্যাপী নকআউট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই টুর্নামেন্টে কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের আটটি দল অংশ গ্রহণ করে।শনিবার চুরান্ত খেলা অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গিয়েছে।ফাইনাল খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হবে থানার পক্ষ থেকে।প্রথম দিন থেকেই থানা মাঠে ভলিবল দেখতে ভিড় জমায় খেলাপ্রেমী মানুষ।