জলপাইগুড়ি , ৩১ মার্চ : রাজ্যের হয়ে জাতীয় পর্যায়ে তাইকুন্ডা প্রতিযোগিতায় সাফল্য পেল জলপাইগুড়ির খেলোয়াড়রা । পশিবঙের থেকে মোট পনেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন । তারমধ্যে ৭ জন জলপাইগুড়ি দাদাভাই কোচিং সেন্টারের খেলোয়াড় । এর মধ্যে ৫ জন খেলোয়াড় সোনা ও ব্রোঞ্চ পদক লাভ করে । এবছর নবম তম জাতীয় পর্যায়ের টুর্নামেন্টটি হয় দিল্লিতে ।
খেলাটি ১৯ মার্চ ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে । পশিবঙের থেকে মোট ১৭ জন অংশগ্রহণ করেছিলেন । পশিবঙের থেকে জুনিয়র ছেলেদের মধ্যে একমাত্র দাদাভাই কোচিং সেন্টারের অধ্যায়ন গুহ রায় সোনার পদক লাভ করেন । এই খুশিতে দাদাভাই ক্লাবের সম্পদক তপন ব্যানার্জী ও খুশি প্রকাশ করেছেন । আগামীতে এদের সংবর্ধনা দেবার ও কথা ঘোষণা করেন তিনি । পাশাপাশি খুশি প্রকাশ করেন কোচ পাপ্পু গুহ রায় ।