জলপাইগুড়ি , ৭ সেপ্টেম্বর : যে বয়সে অনেকেই খেলাধুলা থেকে অবসর নেন সেই বয়সেই ক্রীড়া জগতে প্রবেশ করে রীতিমতো চমক সৃষ্টি করছেন জলপাইগুড়ির এক বধূ । সংসারের যাবতীয় দায়িত্ব সামলেও রাজ্য ও জাতীয় ভার উত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক পদক জয় করছেন তিনি । আগামীদিনে তার লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা।
সেই লক্ষ্য নিয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা রেখা সরকার । বাড়িতে রান্না করেন তিনি । ঘরও গোছাতে ভালবাসেন । স্কুল ও কলেজে পড়া দুই মেয়ের দেখাশোনা করার ফাঁকে সময় বের করে নিয়মিত ছুটে যান জিমে । প্রতিদিন দুই-তিন ঘন্টা চলে কঠোর অনুশীলন । জিমে শরীরচর্চা ও ভার উত্তোলনের প্রতি তার একাগ্রতা নজর এড়ায় না আন্তর্জাতিক বডিবিল্ডার বাসুদেব দাসের। রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়দের সঙ্গে সামিল করে ভার উত্তোলনের প্রতি তার উৎসাহ জোগান তিনি । টানা এক বছর ধরে চলে বিশেষ অনুশীলন ।
এরপর গত দুই বছর ধরে বিভিন্ন রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে একের পর এক সাফল্য পাচ্ছেন রেখা সরকার । ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় স্তরের বেশ কয়েকটি পদক এসেছে তার ঝুলিতে । মাস্টার গ্রুপের ভারোত্তোলক হিসেবে উত্তরবঙ্গ তথা রাজ্যের আইকন হয়ে উঠেছেন জলপাইগুড়ি শহরের গান্ধী মোড় এলাকার বাসিন্দা রেখা সরকার। জানান , গত দুই বছরে বেশ কয়েকটি রাজ্য ও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা ও রুপোর পদক জয় করেছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়াই এখন তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ।