আলিপুরদুয়ার , ১৩ ফেব্রুয়ারী : আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ট বর্ষ আন্ত: জেলা ক্রীড়া প্রতিযোগিতা । আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় রয়েছে মোট ১০৫ টি ইভেন্ট । যার মধ্যে রয়েছে দৌড় , লংজাম্প , হাইজাম্প , ডিসকাস থ্রো , থ্রো বল ইত্যাদি । জেলার প্রায় ৪৫০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে । ছেলেদের পাশাপাশি মহিলা প্রতিযোগীর সংখ্যা এবছর অনেক বেশি বলে জানান আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্চয়ন ধর ।