শিলিগুড়ি , ১৭ সেপ্টেম্বর : মহালয়াতে বৃহস্পতিবার শিলিগুড়িতে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ৩৬ তম রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতা মাটিগাড়ার রয়েল একাডেমি থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে বাঘাযতীন ক্লাবে এসে সমাপ্ত হয় । প্রতিযোগিতায় মোট ৪০ প্রতিযোগী অংশ গ্রহণ করে ।
পুরুষ বিভাগের তিন ও মহিলা বিভাগের তিন প্রতিযোগীকে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয় । পুরুষ বিভাগে রমজান আলী প্রথম , সন্দীপ শা দ্বিতীয় ও রতন বর্মন তৃতীয় স্থান অধিকার করেন ।
মহিলা বিভাগে পায়েল মল্লিক প্রথম, রোশনি মণ্ডল দ্বিতীয় ও পিয়ালী বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করেন । প্রথম বিজেতাকে সাত হাজার নকদ ও ট্রফি , দ্বিতীয় বিজেতা কে পাঁচ হাজার টাকা নগদ ও ট্রফি এবং তৃতীয় বিজেতাকে তিন হাজার নগদ ও ট্রফি প্রদান করা হয় । রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব প্রতিযোগীদের পুরস্কৃত করেন ।