শিলিগুড়ি, ২২ ডিসেম্বর: যোগ ও মেডিটেশনের মাধ্যমে যুব সমাজকে স্বনির্ভর করতে বুধবার ডিস্ট্রিক্ট ইয়ুথ কনভেনশন অনুষ্ঠিত হল শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির চম্পাসারি এলাকায় জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের হল ঘরে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। নেহেরু যুব কেন্দ্র দার্জিলিংয়ের উদ্যোগে এবং শিলিগুড়ি উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমীর সহযোগিতায় এই কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে কনভেনশন এর সূচনা করেন প্রাক্তন কাউন্সিলর তথা ৩ নং টাউন তৃণমূলের সভাপতি প্রদীপ গোয়েল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি খগেশ্বর রায়, সৌরভ বর্মন এবং উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমীর কর্ণধার শিব হাজরা। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর যুবক-যুবতীরা এই কনভেনশনে অংশগ্রহণ করে।