আলিপুরদুয়ার , ২৩ জানুয়ারী : নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তী ও হাসিমারা অগ্ৰগামী সংঘের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে হাসিমারা এলাকায় ম্যারাথন আয়োজিত হল । এদিন সকালে কালচিনি গুদাম ডাবরি থেকে হাসিমারা চৌপথি অবধি ৮ কিমি ম্যারাথন দৌড় আয়োজিত হয় ।
সূচনা করেন সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া , পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ সহ বিশিষ্টজনেরা । ম্যারাথন হাসিমারা চৌপথি এলাকায় এসে সমাপ্ত হয় । ডুয়ার্স তরাই এর বিভিন্ন এলাকা থেকে ৪৮ জন এই দৌড়ে অংশগ্রহণ করেন । প্রথম হন শিলিগুড়ির মিণ্টু বর্মণ , দ্বিতীয় হন নিমতি চা বাগানে বাসিন্দা রাজকুমার ওরাঁও , তৃতীয় হন কালচিনির বাসিন্দা প্রফুল্ল ওরাঁও ।