চোপড়া , ১৬ অগাস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চোপড়া ব্লক ব্যাপী একটি ম্যারাথন আয়ােজিত হল আজ । স্থানীয় মালিনগাও বাজার থেকে লক্ষীপুর বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে চোপড়া ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর যুবক অংশগ্রহণ করেন ।
আজকের এই ম্যারাথনের প্রথম দশজনকে মেডেল , শংসাপত্র পুস্পস্তবক এবং ট্রফি দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । উপস্থিত ছিলেন নবদিশার কর্ণধার আনিসুর রহমান, সাংবাদিক সুবল গোপ সহ আরও অনেকে ।