শিলিগুড়ি , ৪ মে : করোনা অতিমারী কাটিয়ে ৬২ তম রাজ্য খোকোর আসর বসতে চলেছে শিলিগুড়িতে । অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে খোকো ।
করোনা কালকে কাটিয়ে উঠে আবার খোকোর রাজ্য প্রতিযোগিতা শুরু হচ্ছে তরাই স্কুলের মাঠে ।
৬১ তম রাজ্য খোকোর আসর বসেছিল হুগলিতে , হুগলির পর শিলিগুড়িতে অনেকদিন পর এত বড় প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে । কর্মকর্তাদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায় ।
শিলিগুড়ি মহকুমা খোকো অ্যাসোসিয়েশন এর সভাপতি অলোক চক্রবর্তী ও অন্যান্য কর্তারা এক সাংবাদিক বৈঠক করে জানান , সীমা চট্টোপাধ্যায় নামে পুরো প্রতিযোগিতা উৎসর্গ করা হবে । পদযাত্রা ও রাতের আলোতে খেলা অনুষ্ঠিত হবে বলে ও জানিয়েছেন তারা
।