জলপাইগুড়ি, ২৯অক্টোবর: মহাত্মা গান্ধী জাতীয় ওপেন চাম্পিয়নশীপে ৮ টি সোনা,৬ টি রুপো ও ১২ টি ব্রোজ জিতল জলপাইগুড়ির ছেলে-মেয়েরা। গত ১লা অক্টোবর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত অনলাইন মাধ্যমে জাতীয় স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করেছে দাদাভাই তাইকুন্ডু একাডেমির খেলোয়াররা।
জানা গেছে , হরিয়ানায় সর্দার প্যাটেল অডিটোরিয়ামে এই মহাত্মা গান্ধী জাতীয় ওপেন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কথা মাথায় রেখে অনলাইনের মাধ্যমে হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব ভালো সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ি জেলার দাদাভাই তাইকুন্ডু একাডেমির খেলোয়াড়রা। এই মহাত্মা গান্ধী জাতীয় ওপেন চাম্পিয়নশীপে ৮ টি সোনা,৬ টি রুপো ও ১২ টি ব্রোজ জয় করে জলপাইগুড়ির ছেলে-মেয়েরা। জলপাইগুড়ি শহরের দাদাভাই ক্লাব প্রাঙ্গণে তাদের হাতে পদক এবং শংসাপত্র তুলে দেন সংস্থার কোচ পাপ্পু গুহ রায়। মেডেল শংসাপত্র পেয়ে খুবই খুশি খেলোয়াড়রা।