শিলিগুড়ি , ৮ মে : চতুর্থ আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় শিলিগুড়ির প্রতিযোগীদের সংবর্ধনা জানাল নেতাজি জাতীয় যুবক সংঘ । রবিবার নেতাজি নগর এলাকায় এক অনুষ্ঠানে এই সংবর্ধনা জানানো হয় । গত মাসের ২৮ ও ২৯ তারিখ নেপালের ঝাপা শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিলিগুড়ি থেকে ৭ জন এবং জলপাইগুড়ি থেকে একজন অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতায় শিলিগুড়ির ৭ প্রতিযোগীর মধ্যে তিন জন সোনা ও চার জন রূপা এবং একজন ব্রঞ্চ জয় করে । রবিবার এই অনুষ্ঠানে বিজয়ীদের শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মনের উপস্থিতিতে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগ বিশেষজ্ঞ শিব হাজরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।