উত্তরদিনাজপুর , ১৯ ফেব্রুয়ারী : বাঙালীর সেরা খেলা ফুটবল । কিন্তু বিভিন্ন কারনে ফুটবল খেলার প্রতি আজকের যুব সমাজ মুখ ঘুরিয়ে নিচ্ছে । ফুটবল খেলাধূলার মান উন্নয়নের জন্য এবং প্রতিভাবান ফুটবল খেলোয়ার তুলে ধরতে রাজ্য সরকারের উদ্যোগে এলাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুর্ধ ১৭ নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ।
শুক্রবার কালিয়াগঞ্জের ফুটবল একাডেমির উদ্যোগে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে নক আউট নিতাই চন্দ্র চক্রবর্তী স্মৃতি চাম্পিয়ান ট্রফি এবং প্রভাস চন্দ্র চৌধুরী স্মৃতি রানার্স ট্রফি র আয়োজন করা হয় । এদিনে খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনিতা সরকার ইষ্টবেঙ্গল মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন এবং বুলি সরকার ইষ্টবেঙ্গল মহিলা ফুটবল দলের গোল কিপার । এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রিড়া পরিষদের সদস্য অসীম ঘোষ , কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক শচীন সিংহরায় ,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার , ফুটবল একাডেমির সভাপতি তপণ চক্রবর্তী ও সম্পাদক তরুন গুহ সহ অন্যানরা ।অনুর্ধ ১৭ বয়স ফুটবল খেলায় ৪ টি দল অংশ গ্রহণ করে। এদিন খেলার মাঠে প্রচুর মানুষ ভিড় জমায় খেলা দেখতে ।