আলিপুরদুয়ার , ২৩ জুন : আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যেগে ডুয়ার্স কাপ ফুটবল খেলার ফাইনাল বৃহস্পতিবার মাদারিহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল । এদিন অনূর্ধ্ব ১৫ বিভাগের ফাইনালে ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত মুখোমুখি হয় ।
এতে ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত জয়লাভ করে । অপরদিকে পুরুষদের ১৫ বিভাগের উর্দ্ধে খেলায় কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এবং কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা গ্রাম পঞ্চায়েত মুখোমুখি হয় । এতে খোয়ারডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ২-০ গোলে জয়লাভ করে।