নিউজ ডেস্ক: জন্মদিনের আগে ক্রিসমাসের রাতে বলিউডের ভাইজান সালমান খানকে কামড় দেয় সাপ। সাপের কামড় খাওয়ার পরেই অভিনেতাকে ভর্তি করা হয় এমজিএম হাসপাতালে।
জানা গিয়েছে, যে সাপটি অভিনেতাকে কামড়েছিল সেটি বিষাক্ত ছিল না। তাই প্রাথমিক চিকিত্সা হওয়ার পর এবং ইনজেকশন নেওয়ার পরই তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে কোনপ্রকার প্রাণের ঝুঁকি আর নেই।
সালমান খানকে সাপে কামড়িয়েছে শোনা মাত্র তাতে বিশাল সাড়া মেলে নেটিজেনদের তরফ থেকে। সোশ্যাল মিডিয়া জুড়ে কেউ তার দ্রুত সুস্থতার কামনা করেন তো আবার কেউ কেউ এই ঘটনাটিকে নিয়ে ব্যাঙ্গও করতে ছাড়েননি। তবে অনেকের মনেই প্রশ্ন আসে যে, ভাইজানকে কামড়ানোর পর তার পরিণতি কি হয়েছে?
এই প্রশ্নের উত্তর দিয়ে অভিনেতার বাবা সেলিম খান জানান, সাপটিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয়। আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন সাপটি বিষধর না হলে যেন তাকে মারা না হয়। তার কথা মত সাপটি বিষধর না হওয়ায় তাকে ফার্ম হাউজ থেকে নিরাপদ দূরত্বে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে। বর্তমানে সাপটিও সুস্থ রয়েছে।