উত্তর দিনাজপুর, ২৩ জানুয়ারী: ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মবার্ষিকী পালন করল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার সমগ্র রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকের প্রত্যেকটি সংসদের পাশাপাশি কোভিড বিধি মেনে বাস টার্মিনাস প্রাঙ্গণে বিধায়ক মোশারফ হুসেনের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন সহ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। একই সাথে এদিন ইটাহার ব্লকের চেকপোষ্ট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে নেতাজির ছবিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। বিধায়ক ছাড়াও নেতাজি সুভাষ চন্দ্র বোসের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হুসেন, কার্তিক দাস, পলাশ রায়, সুকান্ত মন্ডল, কাঞ্চন সরকার, সাহিরুল ইসলাম, দানেশ আলী সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা।
ইটাহার, চেকপোষ্ট ছাড়াও ব্লকের সমস্ত সংসদে নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫ তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে জানান বিধায়ক মোশারফ হুসেন।