চিরকালের জন্য বিদায় নিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুবীর নন্দী|ভারতীয় সময় অনুযায়ী ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| সম্প্রতি শারীরিক অসুস্থতার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী আজ ভোরে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত এক মাস ধরে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি|মূলত কিডনি এবং হার্ট-এর সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথমে তার চিকিৎসা হচ্ছিল বাংলাদেশেই। তার পর উন্নতমানের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।