জলপাইগুড়ি : পড়ুয়াদের মানসিক অবসাদ কাটাতে পর্বতারোহণকে হাতিয়ার করছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ।কলেজের ট্রেকারস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে এক আলোচনা সভা হয়।সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক দীপক কুমার কোলে,অধ্যক্ষ অমিতাভ রায়,এভারেস্ট জয়ী পেমবা শেরপা,পাশাং শেরপা,সোমা পাল মজুমদার প্রমুখ।বক্তারা পর্বতারোহণকে পাথেয় করে ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা রক্ষার আবেদন জানান এইদিন।কলেজের তরফে জানানো হয়েছে,৩ – ১২ মার্চ উত্তরাখন্ডের কেদারকন্ঠে পর্বতারোহণে যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।