জলপাইগুড়ি : গত ৩০শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হল সিবিএসই ক্লাস্টার মিট ২০১৯ অনুষ্ঠিত হল।এই অনুষ্ঠানে জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী হিমশৃংখলা লামা শট পুট এ প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছে এবং জাতীয় স্তরে খেলার জন্য উত্তীর্ণ হয়েছে।এছাড়াও অষ্টম শ্রেণীর ছাত্রী মৈত্রী রায় শটপুটে চতুর্থ এবং ডিসকাসে পঞ্চম স্থান অধিকার করেছে ও সপ্তম শ্রেণীর ঐশানি সিংহ ১০০ মিটার দৌড় এবং লঙ জাম্পে পঞ্চম স্থান অধিকার করেছে।