জলপাইগুড়ি, ৫ ডিসেম্বর: জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিল্প ও বাণিজ্য মেলা। বাংলাদেশ থেকে ইলিশ আসতে চলেছে এই শিল্প ও বাণিজ্য মেলায়। সাত বছর পর ফের জলপাইগুড়িতে হতে চলেছে জলপাইগুড়ি চেম্বার অফ কমাস এর উদ্যোগে শিল্প ও বাণিজ্য মেলা। আগামী জানুয়ারি মাসের ৭থেকে ১৩ই জানুয়ারি পযর্ন্ত মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে। এখানে বাংলাদেশ থেকে শিল্পের বিভিন্ন উপকরণ নিয়ে এখানে হাজির হবে। এছাড়াও জলপাইগুড়ির নিজস্ব কিছু শিল্পের সম্ভার থাকবে এখানে বলে জলপাইগুড়ি ডিস্ট্রিক চেম্বার অফ কমাসের সম্পদক অভ্র বোস জানিয়েছেন।