শিলিগুড়িঃ ইন্দো-নেপাল যোগা প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হতে চলেছে নেপালের বিত্তা মোরে।আগামী ২৮শে ডিসেম্বর তারিখ থেকে শুরু হবে এই যোগা প্রতিযোগিতা |প্রতিযোগীতা চলবে ৩০ শে ডিসেম্বর তারিখ পর্যন্ত।নেপালের সাথে শিলিগুড়ির ইন্টারন্যাশনাল যোগা সমিতি যুগ্ম ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে।নেপাল ও ভারতের যোগা প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।এবারই প্রথম ভারতের বাইরে এই যোগা শিবিরের আয়োজন হচ্ছে বলে শিলিগুড়ির জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানান নান্টু পাল।