কোচবিহার , ২৭ অক্টোবর: গ্রাম-বাংলার অন্যতম জনপ্রিয় খেলা হাডুডু। এই খেলার ঐতিহ্যকে ধরে রাখতে হাডুডু প্রতিযোগিতা ঘোকসাডাঙায়।বুধবার মাথাভাঙ্গা দুই নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বৌলবাড়ি গ্রামের কালীবাড়ি বাঁধের পাড় এলাকায় নব যুব সংঘের উদ্যোগে দিবা-রাত্রি হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এই দিন মোট আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই বিষয়ে খেলা পরিচালনা কমিটির সদস্য সহাজুদ্দিন মিঞা বলেন, ৩৩ বছর ধরে এই খেলা হয়ে আসছে। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই উদ্যোগ।