ইসলামপুর : মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সত্যচরণ ঘোষ মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও অর্নব চক্রবর্তী মেমোরিয়াল রানার আপ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রবিবার ইসলামপুর হাই স্কুল ময়দানে ইস্টবেঙ্গল ও শিলিগুড়ির নবাঙ্কুর মুখোমুখি হয়।ইস্টবেঙ্গলের মতো শক্ত প্রতিপক্ষের সামনে শিলিগুড়ির নবাঙ্কুর দলের পক্ষে সমর্থন এদিন ছিল না বললেই চলে।দুপক্ষের তীব্রগতিসম্পন্ন ফুটবলের কারণে প্রথমার্ধের নির্দ্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য হয় এদিনের ম্যাচ।তবে প্রথমার্ধের ১ মিনিটের অতিরিক্ত সময়ে প্রতিআক্রমনের সুযোগে গোল করে দলকে এগিয়ে দেয় ইস্টবেঙ্গলের সাওন লামা।অন্যদিকে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে ইসলামপুর হাই স্কুল মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল সমর্থকদের চুপ করিয়ে দেন নবাঙ্কুর দলের নাইজিরিয়ান ফুটবলার লজুডি।এদিনের আক্রমন প্রতিআক্রমনের মধ্য দিয়ে রুদ্ধশ্বাস ফাইনাল ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।ট্রাইব্রেকারে দুইটি শট বাইরে এবং শেষে একটি শট গোল পোস্টে মেরে শিলিগুড়ির নবাঙ্কুরের কাছে ৩-১ গোলে পরাস্ত হয় ইস্টবেঙ্গল।টুর্নামেন্টের ফাইনালের কুন্দন বাহেতি স্মৃতি সেরা খেলোয়াড় ও বেস্ট গোলকিপার নির্বাচিত হন শিলিগুড়ির নবাঙ্কুরের অক্ষয় শর্মা। ইস্টবেঙ্গলের জয় বাজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।প্রয়াত প্রণয় রায়কে লাইফ টাইম এচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হয়।টুর্নামেন্টে একটি লাল কার্ড দেখা ইস্টবেঙ্গল দলকে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হয়।এছাড়াও ইস্টবেঙ্গল দলের হাতে অর্নব চক্রবর্তী স্মৃতি রানার আপ ট্রফি তুলে দেন মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক রাজকুমার পাল সহ সংস্থার সদস্যরা।শিলিগুড়ির নবাঙ্কুরের হাতে সত্যচরন ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যমুনা ঘোষ ও সংস্থার চিফ প্যাট্র্ন কানাইয়ালাল আগরওয়াল।এদিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ফুটবল প্রেমীদের উপস্থিতি ফের প্রমান করলো ফুটবলের শহর ইসলামপুর।