সৌমী চক্রবর্তী , বিশেষ প্রতিবেদন : শিলিগুড়ি , ২০ জুন : অভিনেত্রী শ্রীলেখা মিত্রের “শয্যাসঙ্গী”র অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী ।
নবীন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রিতে ঝড় ওঠে । অনেকেই টুইট করে কিংবা ভিডিও করে নিজেদের বক্তব্য তুলে ধরেন । নবীন অভিনেতার অস্বাভাবিক মৃত্যু কোথাও যেন না বলা কথা বের করে আনে ইন্ডাস্ট্রিজ অন্দরমহল থেকে । অভিযোগ স্বজনপোষণের । একই রকম ভাবে বিবেক ওবেরয় , সনু নিগম সহ এক ঝাঁক সেলিব্রিটিরা স্বজনপোষণের বিষয়টিকে সীলমোহর দেয় । থেমে থাকেনি টলিউড । ভাস্বর চট্টোপাধ্যায় থেকে অনেকেই সুশান্ত সিং এর সঙ্গে নিজেদের জীবনের ঘটে যাওয়া মুহুর্তগুলোকে এক করে নিয়েছেন ।
কিন্তু স্বজনপোষণের বিষয়টি নিয়ে ঝড় তোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । ইউটিউবে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই শুরু হয় তর্ক বিতর্ক নানান কথা । অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিযোগ তার জীবনেও ঘটে গিয়েছে এরকমই ঘটনা । তিনি যে অভিযোগে মুখ খুলেছেন তাতে টলিউড ইন্ডাস্ট্রির স্বজনপোষণের বিষয়টি যেমন রয়েছে । তেমনি ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা-অভিনেত্রীদের নামও উল্লেখ রয়েছে তাকে কাজ করতে না দেওয়ার জন্য । টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য “শয্যাসঙ্গী” হওয়ার বিষয়টিকে তিনি সকলের সামনে তুলে ধরেন ।
শ্রীলেখা মিত্রের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এবার মুখ খুললেন তিনি তার ফেসবুক পেজে পাল্টা প্রশ্ন তুললেন যে শুধুমাত্র অভিনেত্রী কেন কাজ পেতে তবে অভিনেতাদেরও শয্যাসঙ্গী হতে হয় । স্বস্তিকা মুখার্জী বলেন তার থেকে বেশি যারা কাজ পেয়েছেন অভিনেতা কিংবা অভিনেত্রী তারা নিশ্চয়ই প্রত্যেকেই আরো বেশি শয্যাসঙ্গী হয়েছেন ? কোন পরিচালকের ছবিতে কাজ করতে গেলে একজন অভিনেত্রীকে যেমন শয্যাসঙ্গী হতে হয় তেমনি অভিনেতা কেউ তো হতে হয় তাই নয় কি ? শ্রীলেখা মিত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । নিজের ট্যালেন্ট না থাকলেই এমন অভিযোগ তোলা যায় বলেও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী দাবি করেন ।