উত্তর দিনাজপুর, ২৯ অক্টোবর: লক্ষী-নারায়ন পূজা উপলক্ষে বাউল গানের আসর বসল কালিয়াগঞ্জ ব্লকে। বাংলার লোকসংস্কৃতিকে বাচিয়ে রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণের জনমুখী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এতে অনেকটাই উজ্জীবিত হয়েছে রাজ্যের লোকশিল্পীরা। প্রতিবছরের ন্যায় এবছরও লক্ষ্মী নারায়ণ পূজা উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন পূর্ব ভান্ডার গ্রামে তিনদিন ব্যাপী বাউল গানের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা তাদের গান তুলে ধরেন এখানে। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপণ দেবসিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার,তৃণমূল নেতা বাপ্পা সরকার সহ অন্যান্যরা। এদিনের প্রথম দিনের অনুষ্ঠানেই বাউল গান শুনতে প্রচুর মানুষ ভির জমায় এই মেলায়।