নিজস্ব ওয়েব ডেস্ক : প্রায় দুই বছর টেনিস কোর্টে নামেননি ভারতের গর্ব সানিয়া মির্জা।সন্তানের জন্ম থেকে শুরু করে তার লালন – পালনের জন্য সাময়িক অবসর নিয়েছিলেন তিনি।কিন্তু এই দুই বছরের এই দীর্ঘ অবসরের পরও খেলতে নেমে কোর্ট কাপিয়ে জয় হাসিল করল এই ভারতীয় কন্যা।নাদিয়া কিছেনককে সঙ্গী করে ট্রফি জিতে নিলেন সানিয়া।
কথাতে আছে ” যে রাধে,সে চুল বাঁধে।”এই কথাটি ফের প্রমাণ করলেন তিনি।ঘণ্টা খানেকের লড়াইয়ে চিনা জুটি সাউই পেং ও সুয়াই ঝানকেকে ৬-৪,৬-৪ ফলাফলে হারাল ভারতের সানিয়া ও ইউক্রেনের নাদিয়ার জুটি।খেলার প্রথমে কোন জুটি জিতবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ক্রমে সেই ধোঁয়াশা কেটে যায়।প্রথম গেমে তারা চিনা জুটিকে ব্রেক করেন।এর পরের গেমে সার্ভিস নষ্ট করেন তারা। এভাবেই ফলাফল ৪-৪ এবং টানটান উত্তেজনা দুই পক্ষেই তখন চিনা প্রতিপক্ষকে ফের ব্রেক করে ভিন্ন দেশের এই জুটি।দ্বিতীয় গেমে এক প্রকার চাপ তৈরি করে প্রতিপক্ষকে হারাতে সক্ষম হয় সানিয়া ও নাদিয়ার জুটি। জয় লাভের পর সানিয়া জানান,”খেলার জগতে এর থেকে ভালো ভাবে ফিরে আসা আর হতে পারে না বলে আমি মনে করি “