জলপাইগুড়ি , ২৩ জুন : ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবস পালন করা হল জলপাইগুড়িতে । বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় । উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ ।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি । অনুষ্ঠান শেষে বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে দিলীপ ঘোষ । তিনি বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পরিবর্তন ঘটাচ্ছেন । এতে উপকৃত হচ্ছে দেশের মানুষ । রাজ্যের সিভিক পুলিশদের কোনও ভবিষ্যত নেই বলে মনে করেন দিলীপ ঘোষ। বলেন , যারা সিভিক পুলিশে রয়েছেন নিজেদের ভবিষ্যত গড়ে তোলার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।