জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারী: স্কুল খোলার কথা সরকারিভাবে ঘোষণা হতেই ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস তৈরির ব্যস্ততা শুরু হয়ে গেল অভিভাবকদের মধ্যে। ব্যস্ততা দেখা যাচ্ছে দর্জির দোকানগুলোতেও।করোনা পরিস্থিতির জন্য প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ। মাঝে দিন কয়েকের জন্য স্কুল কলেজগুলো খোলা হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল কলেজগুলো ফের বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ৩ ফেব্রুয়ারি থেকে ফের খুলে যাচ্ছে সমস্ত স্কুল কলেজ। এদিকে গত দুই বছর পর স্কুলের পোশাক পড়তে গিয়ে বিপাকে ছাত্রছাত্রীরা। ছেলেমেয়েদের ড্রেসগুলো ছোট হয়ে যাওয়ায় তড়িঘড়ি নতুন করে স্কুলের পোশাক তৈরি করাতে হচ্ছে অভিভাবকদের। এজন্য দর্জির দোকানগুলোতেও বেশ ভিড় লক্ষ্য করা যায়।