আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারী: আলিপুরদুয়ার জেলা এবার প্রথম স্থান অধিকার করল একশো দিনের কাজ দেওয়ার ক্ষেত্রে। আর এই একশো দিনের কাজে আলিপুরদুয়ার জেলায় প্রথম কালচিনি ব্লক। সেখানে চলতি বছরে ২৭ লক্ষ ৮৫ হাজার ২০২ কর্ম দিবস প্রদান করা হয়েছে।
এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, “আমরা চেষ্টা করি আমাদের ব্লকের যত জনের কাছে জব কার্ড আছে সকলে যেন কাজ পায়। এছাড়াও ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত আমরা সকলে শ্রমদিন বাড়ানোর দিকে নজর দেই। সেই কারণেই হয়তো আমাদের ব্লকের এই সাফল্য।”