আলিপুরদুয়ার , ২২ সেপ্টেম্বর : বিশ্ব গণ্ডার দিবস সাড়ম্বরে পালিত হল বুধবার । আলিপুরদুয়ার জেলার মাদারিহাট জলদাপাড়া এনআইসিতে দিনটি পালন করা হয় । জলদাপাড়া ডিএফও দীপক এম , বনদপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য বন কর্মীদের উপস্থিতিতে দিনটি পালিত হয় । জলদাপাড়া অভয়ারণ্যে বেড়েছে গণ্ডারের সংখ্যা । যা নিয়ে উচ্ছসিত ডিএফও দীপক এম ।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , গণ্ডারের মৃত্যু ঠেকাতে এগোতে হবে গ্রামবাসীদেরও । বনকর্মীরা টহল দেন সর্বাদাই । তবে এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলে বনদপ্তরে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে । তাহলেই বাঁচানো সম্ভব হবে গণ্ডারগুলিকে ।