জলপাইগুড়ি , ২১ জুন : গ্রামীণ দরিদ্র বিমোচন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করান হলেও কর্মীদের কাজের কোনও পারিশ্রমিক দেওয়া হয়নি । এই অভিযোগ তুলে জলপাইগুড়ির সদর বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করল কয়েকশো কর্মী।
মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে । গ্রামীণ দরিদ্র বিমোচন প্রকল্পের কর্মী রাধা সরকার জানান , ভিপিআরপি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহের কাজ করেছেন তারা । কাজ শুরুর আগে সরকারিভাবে তাদের সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল । অথচ কয়েক মাস ধরে তথ্য সংগ্রহের কাজ করিয়ে তাদের কোনও পারিশ্রমিক দেওয়া হয়নি ।
এখন কাজেও নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি । এরই প্রতিবাদে বিডিও অফিসে তালা ঝুলিয়ে সমস্ত ভিপিআরপি কর্মীরা আজ বিক্ষোভ আন্দোলন করেন । আন্দোলনকারীদের দাবি তাদের সমস্ত পাওনা মিটিয়ে দিয়ে ফের কাজে নিয়োগ করতে হবে।