আলিপুরদুয়ার , ৩০ জুন : একটানা বৃষ্টির জেরে গতকাল রাত থেকে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকায় জল জমেছে ৷ কোথাও হাঁটু জল , কোথাও তার থেকেও বেশী জল রয়েছে ৷
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ১১০.২০ মিলিমিটার ৷ হাসিমারায় বৃষ্টি হয়েছে ২০৫ মিলিমিটার ৷ শহরের ১৮ , ১১ , ৫ নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের নিচু এলাকায় জল জমেছে ৷ এদিকে কালজানি নদীতেও জল বাড়ছে ৷ কোন সংকেত জারি না হলেও জল বাড়ছে কালজানি সহ তোর্ষা , ডিমা , রায়ডাক নদীতে ৷ শহরের সুইচ গেট গুলো বন্ধ থাকায় মূলত জল জমেছে ওয়ার্ড গুলোতে ৷