জলপাইগুড়ি , ১০ মে : সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও বন্ধ নেই করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ । মঙ্গলবার জলপাইগুড়ি ফনিন্দ্রদেব বিদ্যালয়ে ১২ থেকে ১৪ বছর ছাত্রদের ভ্যাকসিন দেওয়া হয়।
প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু বলেন , স্কুল বন্ধ থাকলেও অনলাইন ক্লাস এর মাধ্যমে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সবসময় যোগাযোগ রয়েছে । তারই মাধ্যমে ছাত্রদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে । এদিন ১২ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ছাত্রদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হল। সকল ছাত্ররাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ভ্যাকসিন নিয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।