শিলিগুড়ি , ১৪ মে : অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির । আর্থিক অনটন ও পারিবারিক-মানসিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
ফাঁসিদেওয়ার নরদেবজোত এলাকায় শোকের ছায়া। করোনা অতিমারী ও লকডাউনের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন লক্ষণ সরকার । পরিবারের চাপ ও মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লক্ষণকে । ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পেয়ে হতচকিত হয়ে পড়ে পরিবার ও স্থানীয়রা । ফাঁসিদেওয়া পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।