শিলিগুড়ি , ৪ এপ্রিল : দুই যুবতীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ৪২ নং ওয়ার্ডের ভূপেন্দ্র নগর এলাকায়।
জানা গিয়েছে এই দুই যুবতী বান্ধবী। এই দু’জনের নাম প্রিয়াঙ্কা বর্মন এবং দীপ্তি রায়। সোমবার বিকেলে প্রিয়াঙ্কা বর্মন এর বাড়িতে কেউ না থাকায় তারা দু’জনই একই ওড়না তে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলে ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।